বাংলাদেশের ‘মাস্তুল’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে মস্কোতে।
‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের’ ৪৭তম আসরে মঙ্গলবার দেখানো হবে সিনেমাটি।
এবারের উৎসবের পর্দা উঠেছে ১৭ এপ্রিল, সমাপনী দিন বৃহস্পতিবার।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায় সিনেমাটির প্রথম প্রদর্শনীর পর বৃহস্পতিবার রাত ১১টায় দ্বিতীয় প্রদর্শনী হবে।

উৎসবে প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ‘মাস্তুল’ সিনেমার দুইটি প্রদর্শনী হচ্ছে।
উৎসবে যোগ দিতে গত রোববার ‘মাস্তুল’ সিনেমার নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান, চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান এবং প্রধান দুই অভিনেতা ফজলুর রহমান বাবু ও দীপক সুমন মস্কোতে গিয়েছেন।
মস্কো থেকে পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “চমৎকার সব অভিজ্ঞতার স্মৃতি জড়ো হচ্ছে মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরে।”
প্রিমিয়ার প্রদর্শনীর আগে সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে মুখোমুখি হবে ‘মাস্তুল’ টিম।
নুরুজ্জামান বলেন, “মস্কোর মত একটি ঐতিহাসিক আন্তর্জাতিক উৎসবে ‘মাস্তুলের’ নির্বাচিত হওয়া শুধু আমাদের টিমের জন্য নয়, বরং বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জন্যও গর্বের বিষয়। আশা করছি, আন্তর্জাতিক দর্শকদের কাছে এই গল্পটি এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেবে।”

‘মাস্তুল’ সিনেমাটি জাহাজের নাবিকদের ভাসমান জীবনের বাস্তবতাকে ঘিরে আবর্তিত হয়।
নুরুজ্জামান জানিয়েছেন, তার সিনেমার দৃশ্যধারণের সিংহভাগ কাজ হয়েছে জাহাজের ভেতরে।
সিনেমায় ফজলুর রহমান বাবু, দীপক সুমন ছাড়াও অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যাসহ অনেকে।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাত, যার যাত্রা শুরু হয়েছিল ১৯৩৫ সালে। ১৯৫৯ সাল থেকে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে, এবং ১৯৯৯ সাল থেকে এটি বার্ষিক উৎসবে রূপ নেয়।