দলীয় সরকারের অধীন আর কোনো নির্বাচনেই ইসলামী আন্দোলন অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। আজ শনিবার দলের অন্যতম শীর্ষ নেতা ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘দেশ, জাতি সবার জন্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। আসুন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যাঁর যা কিছু আছে, তা নিয়ে ঝাঁপিয়ে পড়ি।’
আজ দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষে করণীয় ঠিক করতে দলের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিএনপি, জামায়াত, এবি পার্টিসহ ১৫টি দলের প্রতিনিধিরা অংশ নেন।