আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি। নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। নারী দিবস উপলক্ষে ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক নারী দিবস নিয়ে তারকাদের ভাবনা।
প্রবীণ অভিনেত্রী ডলি জহুর ও অভিনেত্রী মনিরা মিঠুর সঙ্গে তোলা ছবিটি ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘এটা আমার জন্য ভীষণ সম্মানের যে নারী দিবসে আমি এমন পাওয়ারফুল দুজন নারীর সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাচ্ছি। তাঁদের কাজ দেখে আমি বড় হয়েছি, অনেক কিছু শিখেছি। আমি আমার সকল সিনিয়র, সহকর্মী ও জুনিয়রদের প্রতি জানাই শ্রদ্ধা ও অভিবাদন। এই ইন্ডাস্ট্রিতে অনেক লিমিটেশন থাকার পরও আপনারা সবাই প্রচণ্ড পরিশ্রম আর স্যাক্রিফাইস করে কাজ করে যাচ্ছেন, নিজেদের ক্রাফটকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন। আপনাদের সবাইকে হ্যাটস অফ। নারীরা এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবেই, তা প্রতিটা ক্ষেত্রেই। এই নারী দিবসে সকল নারীদের প্রতি রইল আমার ভালোবাসা, শ্রদ্ধা, শুভকামনা।