রাজধনীতে ৭ দফা দাবীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ক্ষমতাসীন দল আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির।

বুধবার (১১ অক্টোবর) সকালে ছাত্রশিবিরের  কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের নেতৃত্বে মিছিলটি রাজধানীর মতিঝিল থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ে সমাবেশে মিলিত হয়। এ সময় সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, হাফেজ রাশেদুল ইসলামসহ অন্যান্য ছাত্রনেতারা উপস্থিত ছিলেন

সভাপতি রাজিবুর রহমান বলেন, সরকার গুম, খুন, দুর্নীতির মাধ্যমে দেশটাকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে এসেছে। বাংলাদেশকে তাদের দলীয় সম্পদে পরিণত করেছে। সংসদকে তারা দলীয় অফিস বানিয়ে ফেলেছে। আর প্রশাসনকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছে। শিক্ষাঙ্গনগুলো পরিণত হয়েছে সন্ত্রাসী ছাত্রলীগের মিনি ক্যান্টনমেন্টে। চাঁদাবাজি, অস্ত্রবাজি, সন্ত্রাস ও র‌্যাগিংয়ের মাধ্যমে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলা হয়েছে। ছাত্র সমাজ তার অবসান চায়।

তিনি আরো বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ এদেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে। নেতারা এদেশের অর্থ লুট করে, রিজার্ভ ও রাষ্ট্রীয় কোষাগার খালি করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। সরকারের ক্ষমতা তছনছ করে দেওয়ার জন্য ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছে। প্রত্যেক দুর্নীতিবাজের বিচার হবে। ছাত্রশিবির সাত দফা দাবি নিয়ে রাজপথে নেমেছে। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাস্তবায়ন করে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

রাজিবুর রহমান বলেন, আমরা আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো। তিনি আওয়ামী সরকারের গ্রাস থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষায় ছাত্রজনতাকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *