রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে চলছে চরম উত্তেজনা। এখানে নজিরবিহীনভাবে প্রধান শিক্ষক হিসেবে দুইজন দায়িত্ব পালন করছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক জাকির হোসেনকে প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দিলেও পদ ছাড়েননি অধ্যক্ষ দাবিদার ফরহাদ হোসেন। প্রতিষ্ঠান পরিচালনায় দু’জনই পাল্টাপাল্টি নির্দেশ দিয়ে চলেছেন। সর্বশেষ ঐতিহাসিক ৭ মার্চ পালন নিয়ে একপক্ষ অপর পক্ষকে বাধা দেয়। এ নিয়ে প্রতিষ্ঠান বিস্ফোরণোন্মুখ হয়ে ওঠে। বর্তমানে দু’পক্ষে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যেতে পারে।
পরিচালনা কমিটির সভাপতি দোলোয়ার হোসেন আগামী ১৫ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। অপরদিকে মাউশি নিযুক্ত প্রধান শিক্ষক জাকির হোসেন ১২ মার্চ থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে বলে নোটিশ জারি করেছেন। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন রাজধানীর নামি প্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।