তিন দিনের সফরে আগামীকাল শুক্রবার ঢাকা আসছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্র জানায়, গত অক্টোবরে আইপিএসের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ এশিয়ায় প্রথম সফর করছেন অ্যান-মারি। নেপাল হয়ে তিনি ঢাকা আসবেন।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন অ্যান-মারি। এ ছাড়া তাঁর নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।