প্রশ্নে প্রশ্নে বিজ্ঞান শেখার প্রয়াস শিক্ষার্থীদের

ঘড়িতে তখন সকাল সাড়ে ১১টা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) জিমনেশিয়াম কানায় কানায় পূর্ণ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের হাতে কাগজ ও কলম। জীববিজ্ঞানের নানা অজানা বিষয়ে জানতে সেখানে প্রশ্ন লিখছেন তাঁরা। প্রশ্ন লেখা শেষ হলে উপস্থিত বিশেষজ্ঞরা ধৈর্য ধরে সেগুলোর উত্তর দেন। গতকাল শনিবার বুয়েটে আয়োজিত ‘বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২৩’ এর ঢাকা দক্ষিণের আঞ্চলিক উৎসবের প্রশ্নোত্তর পর্বে এমন দৃশ্য দেখা যায়। বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড (বিডিবিও) এবং দৈনিক সমকাল যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।

সকালে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হয়। এর পর শিক্ষার্থীরা নৈর্ব্যত্তিক পরীক্ষায় অংশ নেন। দুপুরে আঞ্চলিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ঢাকা দক্ষিণের আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যাপক ড. তারিক আরাফাতের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান, সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *