নেভাল একাডেমিতে চাকরির সুযোগ

বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।

  • পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (শিপ ডিজাইন স্টুডিও)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং/ শিপ ডিজাইন/ শিপ বিল্ডিং–সম্পর্কিত বিষয়ে স্নাতক বা চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং/শিপ ডিজাইন/ শিপ বিল্ডিংয়ের ওপর ধারণা থাকতে হবে। অটোক্যাড/সলিড ওয়ার্কসে দক্ষ এবং ব্যবহারিক ক্লাস পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স: ২০২৩ সালের ৩১ মার্চ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
    বেতন: স্নাতক ডিগ্রিধারীদের ২৬,০০০ টাকা এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ২০,০০০ টাকা।

আবেদন যেভাবে
নাম, পিতা–মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা ও অভিজ্ঞতার বর্ণনাসহ পূর্ণ জীবনবৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি; সব ধরনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন ফি
অধিনায়ক, বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামের (সঞ্চয়ী হিসাব নম্বর ০০২৯-০৩১০০০৯৬৫৪ ট্রাস্ট ব্যাংক লিমিটড, নেভাল বেস শাখা, চট্টগ্রাম) অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে–অর্ডার করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কমানড্যান্ট, বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রাম।

আবেদনের শেষ তারিখ: ৩০ মার্চ, ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *