তামিমের কাছে সাকিবকে পাওয়া ‘আশীর্বাদ’

ম্যাচসেরার পুরস্কারটা যে সাকিব আল হাসানের হাতে উঠবে, এটি প্রত্যাশিতই ছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডকে সিরিজের শেষ ম্যাচে হারানোর দিন সাকিবের ব্যাট থেকে এসেছে ৭৫ রান, বোলিংয়ে ৪ উইকেট। বাংলাদেশের জয়ের দিনটা তো সাকিবেরই।

এমন দিনে সংবাদমাধ্যম তো সাকিবের সঙ্গে কথা বলতে চাইবেনই। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব এলেন না। তিনি নাকি আসতেই চাননি। ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছেন অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়কের সংবাদ সম্মেলনটাও অবশ্য সাকিবময়ই হলো।

তামিম সাকিবকে প্রশংসাতেই ভাসালেন, ‘সে আজ অসাধারণ খেলেছে। যেভাবে সে নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে ব্যাট করেছে, ওই রানগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। বোলিংয়ের সময় উইকেটে তেমন সাহায্য ছিল না। স্পিন করছিল না। এরপরও এমন বোলিং করেছে সে।’

সাকিবের পারফরম্যান্স সতীর্থদেরও অনুপ্রাণিত করে, সেটিও জানালেন তামিম, ‘সাকিবের বোলিং দেখে তাইজুলও ভালো করেছে। শুরুতে সে বুঝতে পারেনি, এখানে কী করা উচিত। পরে কিন্তু তাইজুলও ভালো করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *