উদ্বোধনী জুটি ভাঙতেই আরো ২ উইকেট দ্রুত তুলে নিলো বাংলাদেশ। পরপর তিন ওভারে পড়ল ৩ উইকেট। আফগানিস্তানের সংগ্রহ ৩৯ ওভারে ২ উইকেটে ২৬৬ রান। ইবরাহীম অপরাজিত আছেন ১০৪ বলে ৮৫ রানে।
আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব, ফেরান রাহমানুল্লাহ গুরবাজকে। এলবিডব্লুর ফাঁদে ফেলে আউট করেছেন বিধ্বংসী রূপে থাকা এই ব্যাটারকে। ৩৬.১ ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ।
আউট হওয়ার আগে গুরবাজের ব্যাটে আসে ১২৫ বলে ১৪৫ রান, যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে ইবরাহীম জাদরানকে নিয়ে তো ইতিহাস রচনা করে ফেলেন গুরবাজ।
উদ্বোধনী জুটিতে ২৫৬ রান তুলে গড়েন আফগানিস্তান ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের জুটি, যা আবার উদ্বোধনী জুটিতে বাংলাদেশের বিপক্ষে করা দ্বিতীয় সর্বোচ্চ।
পরের দুই উইকেটের দেখা পেতে অবশ্য দেরি হয়নি। পরের ওভারেই রহমত শাহকে ফেরান এবাদত হোসেন। সদ্য নামা রহমতের ব্যাটে আসে ৫ বলে ২ রান। থিতু হতে পারেননি অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদিও, তার স্ট্যাম্প ভাঙেন মিরাজ। ৭ বলে ২ করেন তিনি।