জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ মাতাবেন যাঁরা

দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান-২০২১’ অনু‌ষ্ঠিত হবে ৯ মার্চ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এবারের আসর। প্রতিবারের মতো এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বিনোদন অঙ্গনের তারকারা। কয়েক দিন ধরে সেই প্রস্তুতি চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা প্রস্তুতির বিভিন্ন ছবি শেয়ার করছেন।
জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হাছান মাহমুদ।
এবার অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন চলচ্চিত্র তারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। অনুষ্ঠানে থাকছে বঙ্গবন্ধু ও দেশবন্দনা নিয়ে ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনা।

আরও অংশ নেবেন অপু বিশ্বাস, নিপুণ, তারিন, বাপ্পি চৌধুরী, জায়েদ খান, ইমন, নীরব, দীঘি, আঁচল, পূজা চেরি, ঐশী, তমা মির্জাসহ ২৬ শিল্পী।  ‘ধন ধান্যে পুষ্পে ভরা’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘হইহই রঙ্গিলা’, ‘পিচঢালা এই পথটারে ভালোবেসেছি’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘কী জাদু করিলা’সহ একাধিক গানের সঙ্গে পারফর্ম করবেন তাঁরা। এ ছাড়া মঞ্চে গান শোনাবেন পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, ইমরান, কোনাল, লিজা, সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *