এ বছর ইউক্রেনে বড় অগ্রগতি পাবে না রাশিয়া

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস বলেছেন, রুশ বাহিনী সম্ভবত ইউক্রেনে তার যুদ্ধের বর্তমান মাত্রা ধরে রাখতে পারবে না। তারা সম্ভবত চলতি বছর ইউক্রেনের উল্লেখযোগ্য অঞ্চল দখল করতে পারবে না।

গতকাল বুধবার মার্কিন সিনেটে অনুষ্ঠিত এক শুনানিতে অংশ নিয়ে এসব কথা বলেন এভ্রিল হেইনস।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক বলেন, চলমান যুদ্ধে রাশিয়া বড় ধরনের বিপর্যয় ও ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর তারা চলতি বছর ইউক্রনের ভূখণ্ড পুনর্দখলের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করতে পারবে বলে মনে হচ্ছে না।

এভ্রিল হেইনস বলেন, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত মনে করছেন, সময় তাঁর পক্ষে আছে।

মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক বলেন, পুতিন সম্ভবত বিশ্বাস করেন, যুদ্ধকে দীর্ঘায়িত করে, যুদ্ধে বিরতি দিয়ে তিনি শেষ পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার কৌশলগত স্বার্থ রক্ষা করতে পারবেন। এতে যদি কয়েক বছর লেগেও যায়, তবু একে তিনি তাঁর সর্বশেষ সেরা উপায় ভেবে থাকতে পারেন।

এভ্রিল হেইনস বলেন, ইউক্রেনে হামলার এক বছর পেরিয়ে গেছে। রাশিয়ার এ অভিযানের প্রাথমিক লক্ষ্য ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষাপটে পুতিন এখন সম্ভবত তাঁর বাহিনীর সীমাবদ্ধতা আরও ভালোভাবে বুঝতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *