চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে কাল রাতে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হেরেছে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে হারায় দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে শেষ ষোলো থেকেই বিদায় ঘটল ফরাসি ক্লাবটির। এমবাপ্পে আসার পর এবারসহ মোট ৬ মৌসুম হয়ে গেল পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিততে ব্যর্থ। ইউরোপ-সেরার এই শিরোপা জিততেই ফরাসি স্ট্রাইকারকে মোনাকো থেকে নিয়ে এসেছিল পিএসজি।
কিংবা কথাটা উল্টো করেও বলা যায়, পিএসজি এমবাপ্পেকে চ্যাম্পিয়নস লিগ জয়ের প্রতিশ্রুতি দিয়েই নেইমার ও লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছিল। কিন্তু এবারও লক্ষ্যপূরণ হলো না। ওদিকে মোনাকোয় এমবাপ্পে সম্ভাবনাময় হয়ে ওঠার সময় থেকেই তাঁর পিছু ছুটেছে বেশ কিছু বড় ক্লাব। রিয়াল মাদ্রিদ চেষ্টা করেছে সবচেয়ে বেশি। পিএসজির সঙ্গে নতুন চুক্তির পর গত বছর মে মাসে রিয়ালকে সরাসরি না করে দেন এমবাপ্পে। যদিও তার আগে অনেকবারই রিয়ালে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন।
অর্থাৎ, এমবাপ্পে যেদিন সবুজ সংকেত দেবেন, রিয়ালও সেদিন থেকে তাঁকে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে আসার চেষ্টা নতুন করে শুরু করবে। ক্যারাঘ্যারের কথা শুনলে মনে হবে সেই সময়টা এখন নয় তো আর কখন!
চ্যাম্পিয়নস লিগে টানা ব্যর্থতায় মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে গড়া পিএসজির এই ‘প্রকল্প’ এর আর ভবিষ্যৎ নেই বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ফিরতি লেগে হারের পর এমবাপ্পের কথা শুনলেও তেমন মনে হবে, ‘এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আমার প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলাম, আমরা নিজেদের সর্বোচ্চটা ঢেলে দেব। বাস্তবতা, এটাই আমাদের সর্বোচ্চ।’