অধ্যাপক তানজীমের নিরাপত্তা চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা এহসান ধ্রুবের আত্মহত্যার চেষ্টার ঘটনায় অধ্যাপক তানজীমউদ্দিন খানের নিরাপত্তার নিশ্চয়তার চেয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। গতকাল সোমবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫৩ শিক্ষক এ বিবৃতি দেন।   

বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, এহসান ধ্রুবর আত্মহত্যাচেষ্টা ও শিক্ষক মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে এজন্য সম্ভাব্য দায়ী করে আবর্তিত ঘটনাক্রম আমরা গত কয়েকদিন পর্যবেক্ষণ করেছি। আমরা অধ্যাপক তানজীমের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বোধ করছি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীরবতাও পর্যবেক্ষণে ধরা পড়েছে। স্বস্তির বিষয় এহসান ধ্রুব এখন শারীরিকভাবে সুস্থ এবং অনাকাঙ্ক্ষিত ঘটাননি।

তারা বলেন, পুরো ঘটনায় অধ্যাপক তানজীমের যে ভূমিকা, তা যথাযথ ছিল এবং একজন সচেতন শিক্ষকের দায়িত্বই তিনি পালন করেছেন। নারী শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানি বন্ধ করতে সচেতন শিক্ষকের কাজটিই তিনি করেছেন। গণমাধ্যমে প্রকাশিত তার সহপাঠীদের বিবৃতিতে ও বর্ণনায়ও অধ্যাপক তানজীমের ভূমিকাটি সঠিক ছিল বলেই মনে হয়েছে। অধ্যাপক তানজীমের বক্তব্যে আমরা জেনেছি ধ্রুবর ছাত্রলীগসংশ্লিষ্টতা বিষয়ে তার কোনো ধারণা ছিল না। বরং ধ্রুবই তার এই পরিচয়কে তার ইমেইলে সামনে আনেন এবং ঘটনাটিতে তার রাঙানো রাজনৈতিক পরিচয়ের জের ধরেই ছাত্রলীগের সদস্যরা অধ্যাপক তানজীমের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *